নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী গাড়িকে ধাক্কা তৃণমূল নেতার গাড়ি

0
45
Trinamool leader

কলকাতা: দুর্ঘটনার কবলে তৃণমূল নেতার (Trinamool leader) গাড়ি (Car)৷ বিপরীতগামী একটি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে ওই নেতার গাড়ি৷ ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন তৃণমূল নেতার ছেলে৷ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ রাতের অন্ধকারে ঘটনাটি ঘটেছে কলকাতার সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময়৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাইপাসে একটি পথ দুর্ঘটনা ঘটে৷ সেই ঘটনায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে৷ দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়৷ কলকাতার সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে৷

আরও পড়ুন: Weather Update: বসন্তে তীব্র দাবদাহ, হোলির আগেই বাড়বে গরমের দাপট

জানা যায়, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল৷ খবর পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে গাড়ি দুটিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ যদিও গাড়িতে থাকা যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি হয়নি৷ অন্যদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে৷

আরও পড়ুন: রোক্কুজোর সুপারমার্কেটে গুলি ছুড়ে মেসিকে হত্যার হুমকি

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল৷ ঘটনার পর বাইপাস থেকে গাড়িদুটিকে সরানোর পাশাপাশি পুলিশ আরাবুল ইসলামের ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রগতি ময়দান থানায় নিয়ে যায়৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল৷ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

আরও পড়ুন: Horoscope: শুক্রবারে মিথুন-কুম্ভ সহ ৫ রাশির দারুণ উন্নতির যোগ, জানুন রাশিফল…

প্রগতি থানার পুলিশ সূত্রে জানা যায়, তৃণমূল নেতার গাড়ির গতিবেগ বেশি ছিল৷ হাকিমুল ইসলাম দ্রুত গতিতে লেন পরিবর্তন করার চেষ্টা করেন৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ইএম বাইপাসের গার্ডরেল ভেঙে অপর দিকে চলে আসেন৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে৷ দুর্ঘটনাস্থত গাড়ির চালকের দাবি, তাঁর উল্টোদিক থেকে আসা গাড়িটির গতি খুবই বেশি ছিল৷ আচমকাই সজরো এসে মুখোমুখি ধাক্কা মারে৷ তবে দুটি গাড়ির যাত্রীদের কোনো ক্ষতি হয়নি৷ ঘটনার তদন্তে নেমেছে প্রগতি থানার পুলিশ৷